শান্তিনগরে কলেজ ছাত্রের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-১২-৩১ ১৩:৪৭:২১
রাজধানীর শান্তিনগরে ইফতিয়াক মাহমুদ সাফি (২১) নামে এক শিক্ষার্থী গলায় মাফলার পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দিয়েছেন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে শান্তিনগরের ১২৯ নম্বর স্কাই ভিউ অ্যাপার্টমেন্ট এ ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মাহমুদ সাফির ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন। তিনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন।
সাফির বাবা গোলাম ফারুক রানা জানান, শুক্রবার রাতে সাফিকে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে রুমের দরজা ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়ার পর শনিবার ভোর সাড়ে ৫টায় তার মৃত্যু হয়। তবে, কী কারণে সাফি গলায় ফাঁস দিয়েছেন তা জানতে পারেনি।
এম জি