ট্রাকচাপায় প্রাণ গেল তিন অটোযাত্রীর

প্রকাশ: ২০১৬-০৪-০৮ ১৫:৫৬:৫৩


norsingdi_108594নরসিংদীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী মারা গেছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আজ শুক্রবার দুপুর একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার সুনীল দাস (৫৫) ও রায়পুরা উপজেলার গিয়াস উদ্দিন (৩৫)।

আহত একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে বালুবাহী একটি ট্রাক সাহেপ্রতাপ যাচ্ছিল। অন্যদিকে সাহেপ্রতাপ থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা নরসিংদীতে যাচ্ছিল। পথে খাটেহারা এলাকায় ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হয় শিশু ও নারীসহ অটোরিকশার ছয় যাত্রী।

পরে আহত অটোরিকশার যাত্রীদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।

সানবিডি/ঢাকা/আহো