সাবেক পোপ বেনেডিক্টের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১১:২৭:২১
সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।
এ সময় সাবেক পোপের আত্মার শান্তি কামনা করেন প্রধানমন্ত্রী বলেন, ‘পোপ বেনডিক্টের অহিংস নীতি ও সর্বজনীন শান্তি প্রতিষ্ঠা সব সময় স্মরণীয় হয়ে থাকবে।’
এর আগে গতকাল শনিবার সকালে ভ্যাটিকান সিটির মাতের ইকলেসিয়ে মনেস্ট্রিতে মারা যান সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। ৯৫ বছর বয়সী এ ধর্মযাজক কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। গত বুধবার তার অসুস্থতার খবর জানিয়ে প্রার্থনার আহ্বান জানান বর্তমান পোপ ফ্রান্সিস।
জার্মানিতে জন্ম নেওয়া জোসেফ রাতজিঙ্গার ২০০৫ সালে যখন পোপ ষোড়শ বেনেডিক্ট হন, তখনই তার বয়স ৭৮। তার আমলে ক্যাথলিক চার্চে একের পর এক অভিযোগ, আইনি ঝামেলা ও যাজকদের হাতে দশকের পর দশক শিশু নির্যাতনের বিষয়টি সামনে আসে।
এম জি