ফানুস অপসারণ, মেট্রোরেল চলাচল শুরু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০১ ১১:৪৮:১৫
বৈদ্যুতিক লাইনে আটকে যাওয়া ফানুস অপসারণ শেষে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।
রোববার (১ জানুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে রেল চলাচল শুরু হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে।
এর আগে, থার্টি ফাস্ট নাইট উদযাপনে উড়ানো বেশ কিছু ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক তারে পড়ায় ২ ঘণ্টা ১০ মিনিট চলাচল বন্ধ ছিল।
ডিএমটিসিএল’র প্রকৌশলী মাহফুজুর রহমান সকালে গণমাধ্যমকে জানিয়েছিলেন, ম্যানুয়ালি এই ফানুস একটা একটা করে পরিষ্কার করতে হবে। লাইন থেকে ফানুস পরিস্কার করা না পর্যন্ত বন্ধ থাকবে মেট্রোরেল চলাচল।
তিনি বলেন, রেলের ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ফানুস অপসারণ করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।
এম জি