স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০১ ১৪:৫৬:১৬


দিনাজপুরের খানসামা উপজেলা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১ জানুয়ারি) দুপুরে উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও হাজিপাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ওই এলাকার আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলাম (৩৫) ও তার স্ত্রী সামছুন নাহার (২৮)। সামছুন নাহার একই উপজেলার মেম্বারপাড়ার সমশের আলীর মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে একসঙ্গে খেয়ে স্বামী রবিউল, স্ত্রী সামছুন নাহার ৯ মাসের শিশুকে নিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল থেকে শিশু কান্না করতে থাকে। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ কান্না করতে দেখে রবিউল ও সামছুন নাহারকে ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না।

বিষয়টি সন্দেহ হলে স্থানীয়রা তাদের ঘরের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পাশেই কান্না করছিল ৯ মাসের কন্যাশিশু।

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন বলেন, ঘটনাস্থলে গিয়ে দুইজনের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামানো হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। স্বামী-স্ত্রীর কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেন ওসি।

এম জি