উপ-নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০১ ২০:০৫:৪০


পাঁচটি উপ-নির্বাচনে দুটিতে প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। দুটিতে দিবে ১৪ দলের শরীক ওয়ার্কাস পার্টি ও জাসদ এবং বাকি একটি আসন সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

সভাশেষে ওবায়দুল কাদের বলেন, বগুড়া-৬ আসনে রাকিবুল হাসান রিপু, চাপাইনবাবগঞ্জ-২ জিয়াউর রহমান, চাপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদি আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে। ব্রাক্ষণবাড়িয়া-২ সবার জন্য উম্মক্ত। বাকি দুই ঠাঁকুরগাও-৩ ও বগুড়া-৪ আসনে ১৪ দলের থেকে মনোনয়ন দেয়া হয়েছে।

এএ