দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০২ ১২:৪৯:১৭


রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে একই দিন ভোর ৫টার দিকে ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন জানান, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি চলাচল করছে।

এম জি