সরকার স্বৈরশাসকের চেয়েও কর্তৃত্বপরায়ণ: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০২ ১৫:১২:২১


দেশে যেভাবে ফ্যাসিস্ট সরকার দৃঢ়ভাবে অবস্থান করছে, সেখান থেকে মুক্ত করতে বিএনপির ২৭ দফা বাস্তবায়ন করতে হবে। বিএনপি এটা বাস্তবায়ন করতে না পারলে দেশ পরিচালনা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ২৭ দফা ঘোষণার পর আওয়ামী লীগের মুখ বন্ধ হয়ে গেছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির ২৭ দফা নিয়ে এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, স্বৈরশাসকের চেয়েও কর্তৃত্বপরায়ণ বর্তমান সরকার দেশকে গভীর গর্তে নিয়ে গেছে।

দেশ যে গর্তে পড়েছে, তা থেকে সঠিক পথে আনতে ২৭ দফা বাস্তবায়নের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, এটা কেবল দফা নয়, দর্শন। সংসদে ৬৫ ভাগ ব্যবসায়ী। টাকা পয়সা দিয়ে সংসদে গেছেন তারা। পুরো অর্থনীতি এখন আওয়ামী লুটেরা অর্থনীতিতে পরিণত হয়েছে।

বিএনপির ২৭ দফা কেবল বুদ্ধিবৃত্তিক ধারণা নয়, এটা আন্দোলনেরই অংশ বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এম জি