তুরস্কে নতুন রাষ্ট্রদূত আমানুল হক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০২ ১৫:৫১:৩৯
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মো. আমানুল হককে তুরস্কের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৮ ব্যাচের কর্মকর্তা আমানুল হক ১৯৯৯ সালে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। তিনি বর্তমানে মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার প্রধান হিসেবে কর্মরত রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তি।
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিভিন্ন দূতাবাসে কর্মরত থাকার পাশাপাশি তিনি অরগানাইজেশন ফর ইসলামিক অপারেশনে কাজ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী আমানুল হক দুই সন্তানের জনক।
আই এইচ