নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে পাওয়ারটিলার, নিহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০২ ১৬:৫৭:১২


নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় একটি পাওয়ারটিলার চাপায় ২ জন নিহত হয়েছেন। সোমবার (২ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর সড়কের সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় আহত হয়েছেন আরও ২ জন। আহতের নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত ব্যক্তিরা হলেন, চরজুবলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলী আজমের ছেলে বাহার মাঝি (৬০) ও চর আমান উল্যাহ গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জামাল উদ্দিন (৩৮)।

আহত ব্যক্তিরা হলেন, বাতান মিয়া ও দুলাল হোসেন।

জানা গেছে, সোমবার দুপুরে সোনাপুর থেকে চরবাটার উদ্দেশে পাওয়ার টিলারটি ছেড়ে আসে। পরে গাড়িটি দুপুর ১২টার দিকে সুবর্ণচর ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মুন্সি মার্কেটের তৌহিদ স্টোরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে বসে চা খাওয়া অবস্থায় থাকা চারজনকে চাপা দেয় গাড়িটি। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাহার মাঝিকে মৃত ঘোষণা করেন। পরে আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে জামাল উদ্দিনের মৃত্যু হয়।

চরজব্বার থানার ওসি দেবপ্রিয় দাশ জানান, সোমবার দুপুরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে পাওয়ারটিলারটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

এম জি