এভাবেই ৩ দিন পড়ে আছে লাশটি
আপডেট: ২০১৬-০৪-০৯ ১২:৩৫:৩৮
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম জঙ্গল পারুয়া এলাকায় তিন দিন ধরে পড়ে আছে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ।
স্থানীয়রা পার্শ্ববর্তী পৌরসভার কাউন্সিলরকে জানালে তিনি লাশটি তার এলাকার নয় বলে জানান। স্থানীয় ইউপি চেয়ারম্যানও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। রাঙ্গুনিয়া থানাও এ বিষয়ে অবগত নন বলে জানা গেছে। লাশটি কোন জায়গার এ নিয়ে এলাকাবাসীদের মাঝে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পারুয়া ইউনিয়নের জঙ্গল পারুয়া গ্রামের দুর্গম পাহাড়ি এলাকার গোদুরি ঘোনা নামকস্থানে গত বুধবার সকালে প্রতিদিনের মতো লাকড়ি ও গরু চড়াতে যায় কয়েকজন যুবক।
তারা পাহাড়ের ঢালুতে আনুমানিক ৪০ বছর বয়সী সাদা শার্ট ও কালো প্যান্ট পরা লাশ দেখতে পায়। লাশের শরীরের ওপর একটি গাছের টুকরা পরে থাকতে দেখতে পেয়ে তারা ভয় পেয়ে চলে এসে স্থানীয়দের জানায়।
পারুয়া ইউপি চেয়ারম্যান জাহেদুর রহমান তালুকদার জানান, বিষয়টি আমি জানি না, এলাকার কেউ আমাকে জানায়নি। খবর নিয়ে পুলিশকে জানাব।