আবাসিক হোটেলে বৃদ্ধের মরদেহ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৩ ০৯:১৮:১৮
ফরিদপুরের একটি আবাসিক হোটেল থেকে আ.সালাম খাঁন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২ জানুয়ারি) রাত ৮টা দিকে হোটেলটির তৃতীয় তলা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সালাম খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার কুরসী কদমদী এলাকার আ. রহমান খানের ছেলে। তবে তার মৃত্যুর সঠিক কারণ কেউ জানাতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় আনিচ (৪০) এর সঙ্গে সালাম খান নামের ওই বৃদ্ধ শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকার ওই আবাসিক হোটেলে গিয়ে সেটির তৃতীয় তলার একটি কক্ষ ভাড়া নেন। পরদিন ওই হোটেলের এক কর্মচারী খোঁজ নিতে গিয়ে কক্ষটি তালা দেওয়া দেখতে পান। অতঃপর তালা খুলে রুমে প্রবেশ করে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পায়। পরবর্তী সময়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালী থানার উপপরিদর্শক সনাতন কুমার মন্ডল বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। চেষ্টা চলছে কারণ উদ্ধারের। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এম জি