পাত্রী চেয়ে বিক্ষোভ!
আপডেট: ২০১৬-০৪-০৯ ১৩:০৬:৫৬
গ্রামের নাম উজুমলু। এর অবস্থান তুরস্কের দক্ষিণে। গ্রামটা নাকি আশপাশের গ্রামের মেয়েদের একেবারেই পছন্দ না, ওখানকার ছেলেদের বিয়ে করার ব্যাপারেও তারা অনাগ্রহী। এ কারণে বিক্ষোভ মিছিল করলো উজুমলু গ্রামের অবিবাহিত পুরুষরা। সমস্যার সমাধানের জন্য দেশের রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রত্যাশা করেছেন তারা।
গত নয় বছরে উজুমুলু গ্রামে কোনো বিয়ে হয়নি। ২৫-৪৫ বছর বয়সী অবিবাহিত পুরুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। জনসংখ্যাও কমছে। আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও প্রত্যাখ্যাত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে।
তবে উজুমুল গ্রামের বউ হতে না চাওয়ার পেছনের কারণটা পুরুষের অযোগ্যতা নয়। গ্রামটি শহর থেকে দূরে বলেই অন্য গ্রামের মেয়েরা ওই গ্রামে গিয়ে থাকতে রাজি নয়। তারা চায় শহরে বা শহরের কাছাকাছি গ্রামে থাকতে।
সানবিডি/ঢাকা/এসএস