সবুজ আন্দোলনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৪:০৫:০২
“সবার জন্য পরিবেশ, গাছ লাগাব, আমরা বাঁচব, দেশ বাঁচাবো” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সবুজ আন্দোলনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচানা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সবুজ আন্দোলনের সভাপতি ও দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক মহসিন হোসেন বাবলুর সভাপতিত্বে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এএসএম এহতাশেমুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা শেখ মহসিন আলী, জেলা মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি নুরুল আমিন। সভায় বক্তারা বলেন, সাতক্ষীরাকে সবুজ শ্যামল বন বৃক্ষে সাজাতে বেশি বেশি গাছ লাগাতে হবে ও একই সাথে পরিবেশের ভারসাম্য বিনষ্টকারী বিষয় গুলো চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরিবেশের ভারসাম্য রক্ষাকারী প্রাণীদেরকে বাঁচিয়ে রাখতে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে। এছাড়া জেলার যে সমস্থ খাল গুলো মৃত বা অর্ধ মৃত সেগুলোকে সংস্কারের দাবি জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ আন্দোলনের সম্পাদক শাহ আলম।
সানবিডি/ঢাকা/মামুন/এসএস