বিক্রি শুরু হলো সাশ্রয়ী দামের নয়া আইফোন
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৪:৩৯:৪১
অবশেষে বিক্রি শুরু হলো অ্যাপলের চার ইঞ্চির নয়া আইফোন। সাশ্রয়ী দামের এই ফোনটির মডেল আইফোন এসই। গতকাল থেকে ফোনটি ভারতের বাজারে বিক্রি শুরু হয়েছে।
বিশ্ববাজারে আইফোন এসই অবমুক্ত হয় গত মাসে। তখন অ্যাপল জানিয়েছিল, সাশ্রয়ী দামের এই ফোনটি এশিয়ার জন্য বিশেষ ভাবে তৈরি করেছে। যাতে করে কম দামে স্বল্প উন্নত দেশের নাগরিকরা ফোনটি কিনতে পারেন।
ভারতে এই আই ফোনের দাম অ্যাপল ঠিক করেছে ৩৯ হাজার টাকা। আইফোন এসই ডিস্ট্রিবিউশন ভারতে করবে বিটেল টেলিটেক এবং রেডিংটন।
এই ফোনটির স্ক্রিন ৪ ইঞ্চি। রয়েছে ১২ মেগাপিক্সেল ক্যামেরা। স্টেইনলেস স্টিলের দুর্দান্ত কাঠামো আর দারুণ রঙ।