৬২ কেজি গাঁজাসহ আটক ৩ যুবক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৫ ০৯:৫৮:২৬
ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৬২ কেজি গাঁজাসহ ব্রাহ্মণবাড়িয়ার তিন যুবককে আটক করেছে র্যাব।
বুধবার (৪ জানুয়ারি) ভোরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ দিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মো. কাওসার (৪০), রাসেল মিয়া (২৮) ও মেহেদী হাসান (২২)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬২ কেজি গাজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে মাদক কারবারে ব্যবহৃত একটি পিকআপভ্যান।
র্যাব-৪ (সিপিসি-২) এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘ দিন যাবত মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে আশুলিয়া থানায় সোপর্দ করা হবে।
এম জি