যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৫ ১৪:০২:৩২


যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে সাইদ ফয়সাল নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিসিএস নিউজ এ খবর নিশ্চিত করেছে।

স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে সাইদ ফয়সাল পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়।

পুলিশের জানায়, ওই তরুণকে গুলি করার আগে সে ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে আসে। তাকে থামাতে প্রথমে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলেও সে থামেনি। উল্টো পুলিশের দিকে আসতে থাকলে পুলিশের এক কর্মকর্তা সাইদকে লক্ষ্য করে গুলি চালান।

কেমব্রিজের পুলিশ কমিশনার ক্রিস্টিন এলো বলেন, আমাদের অফিসাররা একাধিকবার চেষ্টা করেও ওই ব্যক্তিকে মৌখিকভাবে সতর্ক করতে ব্যর্থ হন। আমরা পরিস্থিতি শান্ত করার জন্য কয়েকবার চেষ্টা করেছি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন।

এম জি