সংসদ অধিবেশন শুরু, ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৫ ১৭:০৬:০২
একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টায় এ অধিবেশন শুরু হয়।
অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের বছরের প্রথম অধিবেশনের শুরুতে ভাষণ দেন রাষ্ট্রপতি। এটাই হবে রাষ্ট্রপতি হিসেবে আবদুল হামিদের শেষ ভাষণ। আগামী ২৪ এপ্রিল আবদুল হামিদের মেয়াদ শেষ হবে।
এ দিকে গত ১১ ডিসেম্বর বিএনপির ছয়জন ও গত ২২ ডিসেম্বর একজনসহ সবাই সংসদ থেকে পদত্যাগ করেন। এ কারণে সংসদ অধিবেশনে বিএনপি ছাড়াই এ অধিবেশন শুরু হয়।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এরমধ্যে অন্তত ৭ থেকে ৮টি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন করে ৭টি বিল জমা পড়েছে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ২০তম অধিবেশন গত ৩০ অক্টোবর শুরু হয়ে ৬ নভেম্বর শেষ হয়। ছয় কার্যদিবস চলা এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি প্রশ্ন পাওয়া যায়, যার মধ্যে তিনি উত্তর দেন ১৪টির। বিল পাস হয় চারটি।
এএ