সেনাবাহিনীকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৫ ১৮:০০:৩৭


স্মার্ট বাংলাদেশের সঙ্গে মিলিয়ে সেনাবাহিনীকে আরও স্মার্ট করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ডিজিটাল কার্যক্রমের মাধ্যমেই সেনাবাহিনীর গতিশীলতা বাড়ানো হচ্ছে। জনগণের আস্থাই, সেনাবাহিনীর অস্তিত্ব।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে টাঙ্গাইলের দেলদুয়ারে শীতকালীন প্রশিক্ষণ নব উদ্যোগের সমাপনী শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন সেনাপ্রধান।

এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সেনাবাহিনী লজিস্টিকস ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ করে। যেখানে সাম্প্রতিককালের অস্ত্র ও সরঞ্জাম ব্যবহৃত হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর নিজেদের দক্ষতা আর সক্ষমতা যাচাই ও শীতকালীন অনুশীলনের সমাপনী আয়োজনের মূল উদ্দেশ্য। চূড়ান্ত মহড়ায় চালানো হয় ট্যাংকারসহ আধুনিক গোলা বারুদের অস্ত্র। আর এই অনুশীলনের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ সেনবাহিনীর তিন সপ্তাহব্যাপী এবারের প্রশিক্ষণ। যেখানে নিজেও অংশ নেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ও ঊধ্বর্তন সামরিক কর্মকর্তারা।

এএ