৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সংসদ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-০৫ ২০:০৩:১১


একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ব্যতীত প্রতিদিন বিকাল ৪টা ১৫ মিনিটে অধিবেশন শুরু হবে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য এবং সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি বিশেষ আলোচনার সিদ্ধান্ত হয়।

এ ছাড়া জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এপ্রিল বিশেষ অধিবেশন হবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়।