যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৬ ১০:৫৩:২৩
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব ভালো, সামনে আরও ভালো হবে। এক র্যাবের ওপর নিষেধাজ্ঞা ইস্যু দিয়ে সম্পর্কের মানদণ্ড নির্ধারণ হবে না।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে পিস ফর রান-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, কদিন পর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন। এটা খুশির খবর। দু’দেশের সম্পর্ক এই সফরের মাধ্যমে আরও ভালো হবে।
তিনি আরও বলেন, দু’দেশের সম্পর্কের বড় মিল হলো, আমেরিকা চায় গনতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি। বাংলাদেশও আমেরিকায় সেটা দেখতে চায়। স্মার্ট বাংলাদেশ গড়তে সম্প্রতি, বাংলাদেশে নিযুক্ত সব মিশন ও দূতাবাসের কাছে সহায়তা ও পরামর্শ চাওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে পিস অপর রান-এর মশাল জ্বালিয়ে, মন্ত্রী বলেন, সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ দূত হিসেবে কাজ করছে।
এম জি