ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মরদেহ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৬ ১১:০৮:০৪


দিনাজপুর শহরের একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া গেছে। তবে তাদের মরদেহ এখনও উদ্ধার করা হয়নি। ফরেনসিক বিভাগের লোকজন এসে পৌঁছালে তাদের মরদেহ উদ্ধার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে শহরের লিলি মোড়ের লুৎফুন্নেছা টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের পাশের ভাড়া বাসায় তাদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

নিহতরা হলেন মজিবর রহমান (৬৫) এবং তার স্ত্রী সুরাইয়া বেগম (৪৫)। নিহত মজিবর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গার রহিম উদ্দিন আহমেদের ছেলে।

দিনাজপুরের কোতোয়ালি থানার এসআই ঈমান আলি এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি জানান, নিহত দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে মজিবর রহমানকে ঘরের আড়ায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। তার স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। ফরেনসিক বিভাগের লোকজন এলে তাদের মরদহ উদ্ধার করা হবে।

এম জি