চকরিয়ায় অজ্ঞান পার্টির সদস্য আটক
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ১৯:৩৫:১৭
কক্সবাজারের চকরিয়ায় মলম পার্টির এক সদস্যকে আটকের পর থানায় সোর্পদ করেছে বাস যাত্রীরা। এসময় তার কাছ থেকে অজ্ঞান করার ওষুধ, দুই প্যাকেট বিস্কুট, ৫টি কলা ও কয়েক খিলি পান উদ্ধার করা হয়। শুক্রবার রাত পৌণে আটটার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শলা জানায়, শাহ আমিন পরিবহন নামের একটি যাত্রীবাহি বাসে করে যাত্রীরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের মহেশখালী যাচ্ছিলেন। বাসটি শুক্রবার রাত পৌণে ৮টার দিকে চকরিয়া পৌরসভার থানার রাস্তার মাথা নামক এলাকায় পৌছলে এক যাত্রী অজ্ঞান হয়ে সিটে পড়ে থাকতে দেখে যাত্রীরা। এসময় তার পাশে বসা যাত্রীকে তাদের সন্দেহ হলে বাসটি থামিয়ে আটক করে মলম পার্টির সদস্য মোঃ জসিম উদ্দিন (৪২) কে।
সে ফেনী জেলার সদর উপজেলার বিডিঞ্জি এলাকার শাহীন মজুমদারের ছেলে। তাকে চকরিয়া থানা পুলিশের হাতে সোর্পদ করা হলে এসময় পুলিশ তার শরীরে তল্লাশি চালিয়ে অজ্ঞান করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
এর আগে অজ্ঞান হওয়া যাত্রীকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বারইপাড়ার রাখাল চন্দ্র দাশের ছেলে রূপন দাশ (৪০)।
চকরিয়া থানার ওসি ( তদন্ত) কামরুল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটককৃত মলম পার্টির সদস্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো