আন্দোলন করে সফল হবে না বিএনপি: কৃষিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৭ ১৬:১৭:৩৭


কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির আন্দোলন মানেই ব্যর্থতার পুনরাবৃত্তি। তারা ১৪ বছর আন্দোলন করেও সফল হতে পারেনি। আগামীতেও সফল হতে পারবে না।

শনিবার (৭ জানুয়ারি) টাঙ্গাইলের মধুপুরে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগের মত বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস শুরু করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।

পরে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে শীতের সকালে সতীর্থদের মিলন মেলায় প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে সবাই। বিদ্যালয় প্রাঙ্গণ কানায় কানায় ভরে উঠে বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বেড়িয়ে যাওয়া ও অধ্যায়নরত শিক্ষার্থীদের। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব নূর রহমানের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক।

এ সময় বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দিন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এবং উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

এম জি