লিগে খেলতে পারবেন শাহাদাৎ, তবে!

প্রকাশ: ২০১৬-০৪-০৯ ২০:০৬:৫৫


150_108736ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ দিয়ে ক্রিকেটে ফিরতে অধীর পেসার শাহাদাৎ হোসেন। কিন্তু এখনও বিসিবির বহিষ্কারের মধ্যে রয়েছেন তিনি। তবে শাহাদতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়া চলছে। কাল বোর্ড মিটিং রয়েছে। সেখানে শাহাদাতের উপর থেকে বহিস্কার তুলে নেওয়ার সিদ্ধান্ত আসতে পারে। এবং সেটা হলে কালকের নিলামেই নাম উঠে যাবে শাহাদাতের। আজ এমনটাই জানিয়েছেন বিসিবির অন্যতম পরিচালক মাহবুব আনাম।

প্রসঙ্গত, ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে শাহাদাত রয়েছেন ‘বি’ ক্যাটাগরি খেলোয়াড় তালিকায়।

কাল বহিষ্কার না তুলে পরে তোলা হলেও ঢাকা লিগে খেলার সুযোগ থাকবে শাহাদাতের। সেক্ষেত্রে কালকের নিলামে নাম থাকবে না। কিন্তু ‘ফি প্লেয়ার’ হিসেবে তাকে পরে যেন ক্লাবই নিতে পারবে বলে জানান মাহবুব আনাম।

প্রসঙ্গত বাসার কাজের মেয়েকে অমানবিকভাবে নির্যাতনের কারণে গত বছর তাকে সাময়িক নিষিদ্ধ করে বিসিবি। নারী নির্যাতনের মামলায় তাকে ও তার স্ত্রীকে জেলেও যেতে হয়েছিল। গত ডিসেম্বরে তাদের জামিন দেন আদালত। ১৪ এপ্রিল মামলার শুনানি রয়েছে। ঐ দিনই রায় আসতে পারে। তবে দুই পক্ষ একসঙ্গে বসে বিষয়টি মিমাংসা করে নিয়েছেন বলে জানা গেছে।

শাহাদাত নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন।আজও তিনি মিরপুর একাডেমী মাঠে বোলিং অনুশীলন করেন।

সানবিডি/ঢাকা/আহো