পাগলা মসজিদের দানবাক্সে মিললো রেকর্ড ৪ কোটি ১৮ লাখ টাকা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৭ ২০:৫৩:৩১
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার ৪ কোটি ১৮ লাখ ১৬ হাজার ৭৪৪ টাকা টাকা পাওয়া গিয়েছে। যা মসজিদটির দানবাক্সে পাওয়া টাকার আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে। এবার তিন মাস পর খোলা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় দানবাক্সগুলো খোলা হয়। দিনভর গণনা করার পর এই টাকার পরিমাণ জানা যায়।
তিন মাস আগে আরেকবার এই দানবাক্স খোলা হয়েছিল তখন টাকা উঠেছিল ৩ কোটি ৮৯ লাখ।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের আটটি দানবাক্স খোলা হয়। দানবাক্সগুলো খুলে দানের টাকাগুলো ২০টি বস্তায় ভরে আনা হয় গণনার জন্য। সন্ধ্যা সোয়া ৭টার দিকে টাকা গণনার কাজ শেষ হয়।
মানুষের দান থেকে পাওয়া এসব অর্থ পাগলা মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।
মসজিদের খতিব মাওলানা মুফতি খলিলুর রহমান জানান, এই মসজিদে মানত করলে মনের বাসনা পূর্ণ হয়- এমন ধারণা থেকে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এখানে দান করেন।
এএ