এসআইবিএলের ২০% লভ্যাংশ ঘোষণা
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ২০:৫৩:০১
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামি ব্যাংক লিমিটেড (এসআইবিএল) শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।
আজ শনিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচিত বছরে এসআইবিএলের শেয়ার প্রতি একক বা শুধু ব্যাংকের আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আর শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ২ টাকা ৯১ পয়সা।
এ সময়ে কোম্পানিটির (এককভাবে) শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪২ পয়সা। শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদমূল্যও একই হয়েছে। আগামী ১৯ মে কোম্পানির সাধারণ বার্ষিক সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ মে।
সানবিডি/ঢাকা/আহো