বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৮ ১০:৪৫:৪৮
মাগুরায় মোটরসাইকেলের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে রিফাতুল হক অভি (৩৬) নামে এক জুয়েলারী ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ৯ টার দিকে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার আড়পাড়া ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
রিফাতুল হক অভি অভি মাগুরা শহরের কেশব মোড়ের মৃত আলমগীর হেসেনে ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রিফাতুল শুক্রবার হাইওয়ে সড়ক দিয়ে মোটরসাইকেলে করে যশোর থেকে মাগুরা ফিরছিলেন। পথিমধ্যে রাত ৯ টার দিকে মাগুরা যশোর সড়কের আড়পাড়া ব্রাক আফিসের সামনে পৌঁছলে যাত্রীবাহী বাসের সঙ্গে তাকে বহনকৃত মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানোর পথে শনিবার রাতে তার মৃত্যু হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হবে। তবে এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে কোনো আভিযোগ করা হয়নি।
এম জি