পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪ ডিগ্রি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৮ ১১:৩৪:৩৪


দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাস ও ঘন কুয়াশায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ।

রোববার (৮ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধারা। প্রতিনিয়তই সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা শনিবার ছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় প্রবল শীত অব্যহত রয়েছে। আরও দু-এক দিন এ তাপমাত্রা ও তীব্র শীত অব্যাহত থাকতে পারে।

এম জি