রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৮ ১২:০৩:৫৩
কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে রশিদ আহমেদ ৩৬ নামে এক রোহিঙ্গা মাঝিকে (নেতা) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৭ জানুয়ারি) রাত ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যা ৭টার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভেতরে অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।
এ সময় তারা রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম জি