যশোরে তাপমাত্রা ৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৮ ১২:৩০:৪৮


রাজধানীসহ সারাদেশে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি শীত অনুভূত হচ্ছে দেশের সীমান্তের জেলা যশোরে।

রোববার (৮ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এদিন সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ।

তিনি বলেন, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় সারাদেশে মাঝারি থেকে তীব্র ঠান্ডা অনুভূত হতে পারে। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশের সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে সিলেটে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

এম জি