দেয়াল ধসে রাজধানীতে নিহত ১
প্রকাশ: ২০১৬-০৪-০৯ ২১:২৬:০০
রাজধানীর দয়াগঞ্জ মোড়ে একটি দোকানের দেয়াল ধসে ওই দোকানের মালিক নিহত হয়েছেন। নিহতের নাম আকতার হোসেন (৪৬)।
তার ভাই মহসিন জানান, শনিবার বিকেলে আকতার তার দোকানের মেরামত কাজ তদারকি করছিলেন। হঠাৎ একটি দেয়াল ধসে পড়লে তিনি চাপা পড়েন। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থার রাত সাড়ে ৮টার দিকে সেখানে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আকতার হোসেনের বাড়ি গেণ্ডারিয়ার ধূপখোলা মাঠ এলাকায়।
সানবিডি/ঢাকা/আহো