বিপিএসএ’র সভাপতি মনিরুল, সম্পাদক আসাদ পুনঃনির্বাচিত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৩:০৩:২০
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে পুনর্নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, পুনরায় আগামী এক বছরের জন্য অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়েছেন তারা। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আই এইচ