খুলনায় সেনাপ্রধানের উপহার পেলেন ৪ হাজার শীতার্ত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৮ ১৮:২১:৫৯
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদের পক্ষ থেকে খুলনায় চার হাজার শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) মহানগরীর মুজগুন্নি এলাকায় শেখ আবু নাসের স্টেডিয়ামে এই শীতবস্ত্র বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনা প্রধানের নির্দেশে প্রতি বছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে যশোর অঞ্চলের সেনা সদস্যরা।
এদিন চার হাজার শীতার্তের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় ৫৫ পদাতিক ডিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ভবিষ্যতেও সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে জানান মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ।
এএ