কাশিমপুরে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড কার্যকর

জেলা প্রতিনিধি আপডেট: ২০২৩-০১-০৯ ০৯:৪০:৩১


কাশিমপুর কারাগারে ডাকাতি ও ধর্ষণ মামলায় সাইফুল ইসলাম (৫০) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) রাত ১০টায় আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয়।

সাইফুল ইসলাম বগুড়া সদর উপজেলার মালতি নগর নামাপাড়া এলাকার মোজাম ফকিরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সাইদুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন জল্লাদ শাহজাহান ভূঁইয়া। মৃত্যু নিশ্চিত করেন গাজীপুরের সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান।

তিনি আরও বলেন, মৃত্যুদণ্ড কার্যকর করার পর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। তার ভাই মো. রোকন ও মো. মেহেদী হাসান মরদেহ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান।

এম জি