বাসের ধাক্কায় ঢাবি ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-০৯ ০৯:৫৮:৫৭


মো. মাহির শাহরিয়ার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট বিভাগের এক শিক্ষার্থী বাসের ধাক্কায় নিহত হয়েছেন। রোববার (৮ জানুয়ারি) রাতে সিলেট ক্যান্টনমেন্ট এলাকায় এ ঘটনা ঘটে।

মাহিরের বন্ধুরা জানায়, সিলেটে ক্যান্টনমেন্ট সড়ক দিয়ে মোটরসাইকেলে করে শাহরিয়ার ও আরেকজন যাচ্ছিলেন। এ সময় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। আহত অবস্থায় পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহরিয়ার ঢাবির মাস্টার দা সূর্যসেন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি গাজীপুরে। তিনি ২০২০ সালে বিয়ে করেছেন।

এদিকে, শাহরিয়ারের মৃত্যুতে তার সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শোক প্রকাশ করছেন।

এম জি