শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণেও বাধা এসেছিল: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৯ ১৩:৪৫:৩১
শুধু পদ্মা সেতু নয়, মেট্রোরেল নির্মাণের ক্ষেত্রে অনেক বাধা এসেছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৯ জানুয়ারি) সকালে নিজ কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এ কথা জানান তিনি। মেট্রোরেল ব্যবহারকীরদের সচেতন হবার আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, এয়ারপোর্টের পাশে যেই রেলস্টেশন রয়েছে, সেখান থেকে এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি আন্ডারপাস তৈরি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য এই আন্ডার পাস তৈরি করা হচ্ছে।
এ সময় অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেট্রোরেলে নিয়ম কানুন মেনে যাতায়াত করতে সকলের প্রতি পরামর্শ দেন সরকার প্রধান।
এম জি