আর নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-০৯ ১৫:০৬:০১


বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র আর কোনো নিষেধাজ্ঞা দেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এ কথা জানান।

শাহরিয়ার আলম বলেন, যে পুলিশের গুলিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক নিহত হয়েছে, সেই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির প্রশাসন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা শৃঙ্খলা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সাথে আলোচনা হবে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এম জি