ভাতিজার লাঠির আঘতে চাচা খুন!

প্রকাশ: ২০১৬-০৪-১০ ১৪:১১:৫৫


satkhira_108803সাতক্ষীরায় জমির বিরোধের জেরে জেলার পাটকেলঘাটার চৌগাছা গ্রামে ভাতিজার লাঠির আঘাতে চাচা আব্দুল সাদেক (৪৭) নিহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আব্দুল সাদেক চৌগাছা গ্রামের মৃত শেখ মতিয়ার রহমানের ছেলে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ভাতিজা শেখ শাহ আলমের সাথে তার চাচা সাদেকের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার দুপুরে ভাতিজা আলম তার চাচাকে লাঠি দিয়ে মারপিট করে।

এতে মারাত্মক আহত হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো