সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ইউএই অ্যাম্বাসির ৯ হাজার কম্বল বিতরণ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-০৯ ২১:৫৮:১২
ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস সম্প্রতি শীতার্ত মানুষদের কম্বল বিতরণ করেছে। এমিরেটস রেড ক্রিসেন্ট এবং ইউএই এইড-এর অংশীদারিত্বে ঢাকা ও টঙ্গীর ২ হাজার এতিম শিশু এবং সিলেট, রাজশাহী ও বরিশাল বিভাগের ৭ হাজার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ৯ হাজার কম্বল বিতরণ করা হয়।
সম্প্রতি শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় প্রান্তিক জনগোষ্ঠী অসহায় পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বিষয়টি বিবেচনা করেই শীতার্থ দরিদ্র পরিবার ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগটি নেয় ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাস।
কম্বল বিতরণকালে ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের চার্জ ডি’ অ্যাফেয়ার্স হুমাইদ মোহাম্মদ আবদুল্লাহ দারবিশ আলতামিমি ছাড়াও দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কম্বল পেয়ে পরিবারগুলো আনন্দ প্রকাশ করেন এবং দূতাবাসের এই মহানুভবতার জন্য কৃতজ্ঞতা জানান।
এএ