ব্রাজিলে দাঙ্গা: প্রায় দেড় হাজার মানুষ আটক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১০:৩২:২৭
ব্রাজিলে দাঙ্গার ঘটনায় প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শপথ নেওয়ার এক সপ্তাহ পর গত রোববার দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় এ দাঙ্গার ঘটনা ঘটে। তিনি এ ঘটনায় নিন্দা জানিয়ে অপরাধীদের শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন।
কট্টর ডানপন্থী রাজনীতিক বলসোনারোর শত শত সমর্থক দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ ও সুপ্রিম কোর্টে হামলা চালান। হামলা চালাতে বলসোনারো তাঁর সমর্থকদের উসকানি দিয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির নতুন প্রেসিডেন্ট। খবর- বিবিসির।
তবে এই অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন বলসোনারো। একই সঙ্গে ‘শান্তিপূর্ণ’ প্রতিবাদের অধিকারের পক্ষে তাঁর অবস্থানের কথা তুলে ধরেছেন।
গত ডিসেম্বরে ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে বামপন্থী লুলার কাছে বলসোনারো পরাজিত হন। লুলার শপথ গ্রহণের আগেই গত ৩০ ডিসেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় চলে যান।
এম জি