কোহলির ঝোড়ো সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১৮:১৭:৫৮


এশিয়ার দলগুলোকে পেলেই যেন জ্বলে ওঠে বিরাট কোহলির ব্যাট। ডিসেম্বরে বাংলাদেশের পর আজ গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেলেন কোহলি। ভারতীয় এই ব্যাটারের ঝোড়ো সেঞ্চুরিতে লঙ্কানদের বিপক্ষে রানের পাহাড় গড়েছে স্বাগতিকেরা।

গুয়াহাটিতে আজ টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়েছিল ভারত। ১৪৩ রানে ১ উইকেট পড়ার পর উইকেটে আসেন কোহলি। ব্যাটিংয়ে নেমেই লঙ্কান বোলারদের ওপর ঝড় তোলা শুরু করেন কোহলি। ৮০ বলে তিন অঙ্ক ছুঁলেন কোহলি। ওয়ানডে ক্যারিয়ারের ৪৫তম সেঞ্চুরির দেখা পেলেন তিনি। টানা দুই ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এটা ৭৩তম সেঞ্চুরি। ৮৭ বলে ১২ চার ও ১ ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলে ড্রেসিংরুমে ফিরেছেন ভারতীয় এই ব্যাটার। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান করেছে ভারত।

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির তালিকায় কোহলির ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। সেঞ্চুরির সেঞ্চুরি করেছিলেন ভারতীয় এই কিংবদন্তি ব্যাটার। শচীন, কোহলির পর এই তালিকায় তৃতীয় স্থানে আছেন রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক করেছিলেন ৭১টি সেঞ্চুরি।

এএ