বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে পুনঃঅর্থায়ন চুক্তি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১০ ১৮:২৭:২৬
বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংক দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতের জন্য ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হাসান ও. রশীদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ এর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান উপস্থিত ছিলেন।
এএ