আগুন পোহাতে গিয়ে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১১ ১১:১২:২৮
আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বুল্লি নামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল বার্ন ইউনিটের প্রধান ডা. আব্দুল হামিদ পলাশ।
ডা. আব্দুল হামিদ পলাশ বলেন, মঙ্গলবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ি থেকে শরীরের ৮০ভাগ পোড়া নিয়ে ভর্তি হন বুল্লি বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারী। ভর্তির কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়াও বর্তমানে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন আরও ১৫ জন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, এ বছর শীতের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ৩০ জন রোগী আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে ভর্তি হন। এরমধ্যে মারা যান বুল্লি বেগমসহ তিনজন নারী।
চিকিৎসকরা জানান, খড়কুটো জ্বালিয়ে আগুন পোহানোর সময় অসচেতন হয়ে পড়লে ওই দুর্ঘটনা ঘটে।
আই এইচ