কম্পিউটার সিস্টেমের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৩-০১-১১ ১৮:২২:৩৪


যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কম্পিউটারে ত্রুটির কারণে যুক্তরাষ্ট্রজুড়ে সব ফ্লাইট অবতরণ করতে হয়েছে। সিএনবিসি ও স্কাই নিউজ এমনটি জানিয়েছে।

এফএএ ত্রুটি নিরসনের কাজ করছে বলে জানিয়েছে এনবিসি। এফএএ মুখপাত্র বলেছেন, এয়ার মিশন সিস্টেম পুনরায় আগের অবস্থায় আনতে কাজ চলছে। ঠিকঠাক হলেই বিস্তারিত জানানো হবে। ন্যাশনাল এয়ারস্পেস আক্রান্ত হয়েছে।

বিমানবন্দরগুলোতে বহু উড়োজাহাজ উড্ডয়ন না করায় যাত্রা বিলম্বের কারণে যাত্রীরা আটকা পড়েছেন বলে অনেকেই অভিযোগ দিয়েছেন। অনেক বিমানবন্দরে যাত্রীরা ক্ষোভও প্রকাশ করেছেন।

যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতের জাতীয় নিয়ন্ত্রণ সিস্টেম নোটিশ টু এয়ার মিশন সিস্টেমের ত্রুটির কারণে সমস্যা হয়েছে।

এএ