দেশে আলু ছাড়া সব নিত্যপণ্য আমদানি করতে হয়: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২৩-০১-১১ ২০:৫৬:৪৮
নিত্যপণ্যের মধ্যে একমাত্র আলু উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করা যায়। বাকী অন্যান্য পণ্যের চাহিদা পূরণে আমদানি করতে হয় বলে সংসদকে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বুধবার (১১ জানুয়ারি) সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
আওয়ামী লীগ দলীয় সদস্য দিদারুল আলম তাঁর প্রশ্নে দেশে প্রতিবছর কি পরিমাণ চাল, গম, আলু, পেঁয়াজসহ ১০টি নিত্যপণ্য দেশে কী পরিমাণ উৎপাদিত হয় এবং চাহিদা পূরণে কোন কোন দেশ থেকে আমদানি করতে হয় বলে জানতে চান তিনি।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে বছরে আলুর চাহিদা ৮৮ লাখ ৭২ হাজার মেট্রিক টন। আর উৎপাদন হয় ১ কোটি ১ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চালের চাহিদা ৩ কোটি ৫২ লাখ মেট্রিক টন। উৎপাদিত হয় ৩ কোটি ৫১ লাখ মেট্রিক টন। গমের চাহিদা ৬৩ লাখ ৪৮ হাজার মেট্রিক টন। উৎপাদিত হয় ১০ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। ভোজ্য তেলের চাহিদা ২০ লাখ মেট্রিক টন। উৎপাদিত হয় ২ লাখ ১৭ হাজার মেট্রিক টন।
তিনি আরও জানান, বছরে দেশে ডালের চাহিদা ৩৩ লাখ মেট্রিক টন। উৎপাদিত হয় ৮ লাখ ৩৮ হাজার মেট্রিক টন। দুধের চাহিদা ১ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার মেট্রিক টন। কিন্তু দেশে উৎপাদিত হয় ১ কোটি ৩০ লাখ ৭৪ হাজার মেট্রিক টন। পেঁয়াজের চাহিদা ২৫ লাখ মেট্রিক টন। উৎপাদন হয় ৩৬ লাখ ৪০ হাজার মেট্রিক টন।
এএ