এয়ারপোর্ট-উত্তরা সড়কে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১২ ১০:১৮:২৭


রাজধানীতে আজ সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে সাতরাস্তা এলাকা থেকে উত্তরা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। বেলা গড়ানোর সাথে সাথে এই সারি আরও দীর্ঘ হচ্ছে।

জানা যায়, বিশ্ব ইজতেমায় যোগ দিতে দলে দলে মানুষ গাজীপুরের টঙ্গীতে আসছেন, এর প্রভাব পড়েছে সড়কে।

সকাল পৌনে ৯টায় সরেজমিনে দেখা গেছে, সাতরাস্তায় যানজটে আটকে আছে আবদুল্লাহপুরগামী যানবাহন। সড়কের অপর পাশে আব্দুল্লাহপুর থেকে বনানীগামী লেনেও দেখা গেছে ধীরগতি। অনেক মানুষ গাড়ির অপেক্ষায় ফুটপাতে দাঁড়িয়ে আছেন। কেউ কেউ ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলা গাড়ির সামনে দিয়ে ছুটে যাচ্ছেন গন্তব্যের বাসে উঠতে।

হেলাল নামের এক যাত্রী বলেন, কাকরাইল যাবো। কিন্তু বাস যা আসতেছে সব ভরা।

এম জি