মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হলেন মনোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১২ ১৪:৫৯:০৭


মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে মনোয়ার হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমানে নিউইয়র্কে জাতিসংঘ মিশনে উপ স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন নিয়োগের কথা জানানো হয়। তিনি মিয়ানমারে বর্তমান রাষ্ট্রদূত মঞ্জুরুল করিমের স্থানে নিযুক্ত হবেন।

মনোয়ার হোসেন ২০ তম বিসিএসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি ওয়াশিংটন ও সিঙ্গাপুরে বাংলাদেশ মিশনসহ বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রিধারী মনোয়ার হোসেন লন্ডন থেকে মাস্টার্স এবং সিঙ্গাপুরের থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এম জি