আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৩-০১-১৩ ১৩:৫৬:১২


ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের পুরোহিত অনিল সাধু (৮৫) নামের এক বৃদ্ধ আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে মারা গেছেন।

জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের কয়ড়া কালীবাড়ির পুরোহিত অনিল সাধু মন্দির চত্বরে আগুন পোহানোর সময় তার গায়ে আগুন ধরে যায়।

এ সময় তাকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ফরিদপুর থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টায় মৃত্যুবরণ করেন তিনি।

কালীবাড়ি মন্দিরের সভাপতি সুভাষ সাহা বলেন, ৩৫ বছর ধরে অনিল সাধু কালীবাড়ি মন্দিরে পুরোহিত হিসেবে আছেন। তার পরিবারের সবাই ভারত থাকেন। তার লাশ কালীবাড়ি মন্দিরে সমাহিত করা হবে।

এম জি