ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের আপত্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২৩-০১-১৩ ১৫:৫২:৫৮
ইন্দো-প্যাসিফিক জোটে যোগদানে বাংলাদেশের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমিতে আতিফুল হাই শিবলীর স্মারক বই উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জোট থেকে লাভবান হলে বাংলাদেশ যোগদান করবে। মানবাধিকার ও গণতন্ত্রে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বাংলদেশ মেনে চলবে বলে এ সময় উল্লেখ করেন এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্রের সুপারিশ গঠনমূলক ও জনগণের কল্যাণে হলে তা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত বছরের ২৩ মে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে নতুন অর্থনৈতিক জোট ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক (আইপিইএফ) এর উদ্বোধন করেন। বাংলাদেশকে এই জোটে যুক্ত করতে শুরু থেকে আগ্রহী যুক্তরাষ্ট্র।
ভারত-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করা আইপিইএফ এর ঘোষিত লক্ষ্য। তবে কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ওই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতেই এই কৌশলগত অর্থনৈতিক জোট।
এম জি